শনিবার পবিত্র রমজান উপলক্ষে দেশের বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে উপহার হিসেবে পঞ্চম ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও ১০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রবা ফটো
পবিত্র রমজান উপলক্ষে দেশের বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে উপহার হিসেবে পঞ্চম ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও ১০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি মেয়রের বাগানবাড়ি এবং রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া এলাকার রাজউক মাঠে এ চাল বিতরণ করা হয়।
দুই জায়গায় চাল বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।
এ সময় কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূঁইয়া, ব্যবসায়ী তারিকুল ইসলাম মোগল, সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, মাঞ্জেরে আলম মাঞ্জু, রিটন প্রধান, স্বেচ্ছাসেবক লীগনেতা মহিউদ্দিন মেম্বারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদের সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে সব সময় রূপগঞ্জের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার রোজায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এখন পর্যন্ত ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পঞ্চম ধাপে আজ একটি পৌরসভা ও একটি ইউনিয়নে ১০ হাজার মানুষকে চাল বিতরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রংধনু গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ করোনা মহামারী থেকে শুরু করে সব সময় নিরীহ ও সাধারণ মানুষকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে তা বিরল। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রূপগঞ্জের সাধারণ জনগণের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানাই।’
রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ও রংধন গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে পবিত্র রমজান মাসজুড়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বস্ত্র ও অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.