প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবলে পুকুরে ডুবে আপন চাচাত ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার রঘুরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- মহিউদ্দিনের চার বছর বয়সি ছেলে ইয়াছিন মিয়া ও সালাহ উদ্দিনের দেড় বছর বয়সি মেয়ে জান্নাত।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে নেমে তলিয়ে যায় ইয়াছিন ও জান্নাত। অনেক সময় তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
নবিগঞ্জ ও বাহুবল সাকর্লের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.