শনিবার নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রবা ফটো
পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার (১ এপ্রিল) নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নূরুল মজিদ বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব। যা ইতোমধ্যে প্রমাণিত। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। শিক্ষা খাতে মানোন্নয়নে আরও কাজ হচ্ছে।’
তিনি বলেন, ‘বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে বর্তমান সরকার। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। এই খাতের দিকে তাকালে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি বুঝতে পারা যায়। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড করোনা মহামারির সময় থেমে থাকেনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, জেলা পরিষদ সদস্য ইসরাত তামান্না প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.