পুলিশ পরিচয় দিয়ে একাধিক মেয়ের সঙ্গে প্রেম ও প্রতারণার অভিযোগে মো. সাগর হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
পুলিশ পরিচয় দিয়ে একাধিক মেয়ের সঙ্গে প্রেম ও প্রতারণার অভিযোগে মো. সাগর হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়কোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সাগর পুলিশের পোশাক তৈরি করেন টিপরা বাজারের গোমতী টাওয়ারের তরুণী টেইলার্স থেকে। বুট কিনেন একই মার্কেটের আর্মি স্টোর থেকে। আইডি কার্ড বানান চকবাজারের একটি কম্পিউটার দোকান থেকে।
পুলিশ সুপার বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম, এক ছেলে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। তার সঙ্গে একটি মেয়েও রয়েছে। অভিযোগ পেয়ে সাগরকে গ্রেপ্তার করি। খবর নিয়ে জানতে পারি সাগর পুলিশের পোশাক পরে একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ ছাড়া বিভিন্নজনকে চাকরির প্রলোভন দেখিয়েছেন। তার পোশাকটি হুবহু চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পোশাকের মতো। সাগরের সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না জানতে তদন্ত চলছে।’
পুলিশ সুপার আরও বলেন, পিতা অন্যত্র বিয়ে করায় মা আনোয়ারা বেগমের সঙ্গে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের ভয়েরপাড় এলাকায় নানার বাড়িতে বসবাস করেন সাগর। কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করে বান্ধবীদের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আসছিলেন তিনি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.