× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে ছাত্রলীগ নেতা পেলেন শোকজ

বরিশাল অফিস

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:৪৭ পিএম

ছাত্রলীগ নেতা আশিকুর রহমান। ছবি: সংগৃহীত

ছাত্রলীগ নেতা আশিকুর রহমান। ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ। আগামী তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে তাকে। 

শনিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনি (আশিকুর রহমান সুজন) আপনার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে আত্মহত্যাসহ বিভিন্ন অনৈতিক ও কুরুচিপূর্ণ অভিব্যক্তি ব্যক্ত করেন। যাতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জেলা ছাত্রলীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জানানোর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জেলার সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় ই-মেইলের মাধ্যমে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার রাত ১১টার দিকে নিজ ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন সুজন। লাইভে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আত্মহত্যার কারণ পারিবারিক নয়; পারিবারিকভাবে আমি সুখী। এমন অবস্থায় পড়েছি, নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বলতে পারছি না কিছু। আমার আত্মহত্যার কারণ রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যে জায়গা থেকে আমার আয়ে সংসার চলত, সেই পথ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ওই জায়গা হারিয়ে ফেলব কাল (শনিবার)। তাই কোনো পথ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।’ 

১১ মিনিটের ওই ফেসবুক লাইভে আসার দুই ঘণ্টা আগে সুজন নিজ টাইমলাইনে লেখেন- ‘কাল হয়তো আত্মহত্যা করতে পারি? কারণটা ডায়েরিতে লেখা থাকবে... হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর সেই পোস্টে সুজন জেলার সাত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে ট্যাগ করেন। 

ছাত্রলীগের একটি সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের একটি অংশ ও চরকাউয়া খেয়াঘাট নিয়ন্ত্রণ করতেন আশিকুর রহমান। এই দুই স্থানের নিয়ন্ত্রণ নিয়ে মহানগর আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের দুই শীর্ষ নেতার সঙ্গে সম্প্রতি দ্বন্দ্বে জড়ান আশিকুর রহমান। এরপর চরকাউয়া বাস টার্মিনাল ও খেয়াঘাটের নিয়ন্ত্রণ হারান আশিক।

এ বিষয়ে আশিকুর রহমান বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ঘোষণা দিয়েছি। এর সঙ্গে পারিবারিক বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।’ 

চরকাউয়া বাস টার্মিনাল ও খেয়াঘাটের নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে আশিকুর রহমান বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। একটি মহল তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা