× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষখালী খাল পুনঃখননে কমবে খাদ্যগুদাম শ্রমিকদের ভোগান্তি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৫:২৭ পিএম

পলি পড়ে খাল ভরাট হয়ে যাওয়ায় খাদ্যগুদামে চাল লোড-আনলোডে শ্রমিকদের ভোগান্তি। প্রবা ফটো

পলি পড়ে খাল ভরাট হয়ে যাওয়ায় খাদ্যগুদামে চাল লোড-আনলোডে শ্রমিকদের ভোগান্তি। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর মোহনা বিষখালী খালে পলি পড়ে ভরাট হওয়ায় খাদ্যগুদামে ধান, চাল ও গম নিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিকদের। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত পুনঃখনন হয়নি খালটি। খালটি ৩০০ গজ পুনঃখননের দাবি স্থানীয় শ্রমিকদের।

সরেজমিনে দেখা যায়, মোরেলগঞ্জ উপজেলা সরকারি খাদ্যশস্য মজুদ রাখার ২ হাজার টন ধারণকৃত এ খাদ্যগুদামটি আশির দশকে নির্মাণ করা হয়। উপজেলার প্রাণকেন্দ্র শহরের নদীর অপরপ্রান্তে সানকিভাঙ্গা এলাকায় হওয়ায় ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত গ্রামগুলোতে জোয়ার ভাটার সাথে মিল রেখে নৌকায় নিতে হচ্ছে বরাদ্দ মালামাল। 

বর্তমানে খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নৌপথে যাতায়াতের ব্যবস্থাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। অনেক সময় বেশি টাকা ব্যয় করে ট্রাকে করেও চাল নিতে হচ্ছে চেয়ারম্যানদের। জোয়ারের অপেক্ষায় সময় পার করতে হয় খাদ্যগুদামে। বছরে এ গুদামে ৪ থেকে ৫ হাজার টন খাদ্যশস্য লোড-আনলোড হয়। 

২০২১ সালে খাদ্য অধিদপ্তরের সরকারি অর্থবরাদ্দে এ গুদামে লোড-আনলোডের জন্য জেটি ঘাট, ওয়াল বাউন্ডারি নির্মাণ করা হলেও আসছে না কোনো কাজে। খালের মাঝখানে জাহাজ নোঙ্গর করে চাল উত্তোলন করতে হচ্ছে গুদামে। এ নিয়ে শ্রমিকরা পড়েছে বিপাকে।

এছাড়া খাদ্যগুদামের ভবন দুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মূল ভবনের দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে। এমন অবস্থাতেই মজুত করা হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন ধান ও চাল। বর্ষা মৌসুমে ভবনের মধ্যে থাকা ধান-চাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়।  

খাদ্যগুদামের শ্রমিক সরদার তাওহিদ শেখ বলেন, ‘দিনে দুবেলার জোয়ারে ৩ থেকে ৪ ঘণ্টা মাল বিতরণ ও গুদামে উত্তোলন করা যায়। বাকি সময় বসে থাকতে হয়। চাল ভর্তি জাহাজ চরে বেধে দুর্ঘটনার কবলে পড়েছে। কয়েকজন শ্রমিকও দুর্ঘটনার শিকার হয়েছেন। এ খালটি পুনঃখনন করা হলে এ ভোগান্তি থাকবে না।’   

মোরেলগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা টোকন ভৌমিক বলেন, ‘গুদামের সামনের খালটি পলি পড়ে ভরাট হয়ে গেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পলি পড়ে ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হলে এ সমস্যা আর থাকবে না।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ‘খাদ্যগুদামের সামনে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া খালটির বিষয়ে লিখিতভাবে অবহিত করেছেন। পুনঃখননের আবেদনটি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা