× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে ‘বিষপানে’ তরমুজ চাষির মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ০০:৩৪ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১১:২০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঋণের টাকা পরিশোধ করার দুশ্চিন্তায় এক তরমুজ চাষি ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন। সোমবার (৩ এপ্রিল) সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের নাম মো. চাঁন মিয়া হাওলাদার। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলখালী গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে  চাঁন মিয়া তরমুজ চাষ করেছিলেন। কিন্তু এবার তরমুজে লোকসান হয়েছে। এজন্য ঋণের টাকা পরিশোধ করা নিয়ে তিনি হতাশায় ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি সে কারণে বিষপান করেছেন।

২০১৯ সাল থেকে তরমুজ আবাদ করছেন চাঁন মিয়া। এক বছর রাঙ্গাবালীতে আবাদ করলেও অন্যান্য সময়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ভেলু মিয়ার চরে তরমুজ আবাদ করতেন। এ বছরও ওই চরে প্রায় ৭ কানি জমিতে ১০ লাখ টাকা খরচে তরমুজ আবাদ করেন।

শ্রমিক জুলহাস বলেন, গত শুক্রবার রাতে তরমুজ ক্ষেতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১১টার সময় দেখি চাঁন মিয়া হঠাৎ বমি করছেন। আমার পাশে শুয়ে থাকা আরেক কাজের লোককে ধাক্কা দিয়ে বলি তোমার নানা বমি করছেন তাকে গিয়ে ধর। সে গিয়ে পরিষ্কার করিয়ে বাসায় নিয়ে আসে। বাসায় এসে যখন আবার বমি করছে তখন বিষের গন্ধ আসে। তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে বরিশাল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা