× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন আমিনুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ০০:৫৬ এএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১১:৪১ এএম

দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর শেখ রাসেল শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্র ও সরকারি শিশুনিবাসের সাড়ে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুকে নিয়ে ইফতার ও রাতের খাবার খেয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সে আয়োজনে আরও ছিল সরকারি সেফ হোমের ৬৫ কিশোরী।

সোমবার (১০ এপ্রিল) হাটহাজারীর ফরহাদাবাদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক নাজিমুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক মনিরুল ইসলাম, জেলা উপপরিচালক ফরিদুল আলম, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, সেফ হোমের তত্ত্বাবধায়ক আলমগীর হোসেনসহ অন্যরা।

আমিনুল ইসলাম বলেন, ‘জীবনে অনেক বড় বড় মানুষের সঙ্গে আর বড় জায়গায় ইফতার করেছি। কিন্তু আজ ছোট্ট সোনামণিদের সঙ্গে ইফতার করতে পারার অনুভূতিটা অন্যরকম। আমার মনে হচ্ছে এরকম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কিছু সময় কাটাতে পারাটা ভাগ্যের বিষয়। আমার সামনে এতগুলো কচিকাঁচা মুখ দেখে আমি সত্যিই আপ্লুত হয়ে পড়েছি। তাদের মুখের মায়ায় আমার মন ভরে গেছে। এদের মাঝে আসতে না পারলে হয়তো জীবনে কিছু একটা অপূর্ণ থেকে যেত। আজ এ ইফতার আয়োজনের মাধ্যমে সেটা পূর্ণ হলো মনে হচ্ছে।’

তিনি আরও  বলেন, ‘আজ আমি এসব শিশু ও কিশোরীকে ইফতার করাচ্ছি সেটা তাদের জন্য বিশেষ কিছু নয়। বরং এ সুযোগ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পারাটা তাদের প্রতি করুণা নয়। তাদের পাশে থাকতে পারাটা আল্লাহর নৈকট্যলাভের বড় সুযোগ। এ রকম একটা আয়োজনের সুযোগ করে দেওয়ায় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা