× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে সার মজুদের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৯:১৭ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৯:৪৪ পিএম

আটক করা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

আটক করা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুদ রাখার অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে এসব সার জব্দ করার কথাও জানানো হয়েছে। আটক মোস্তফা জামান রাজু সারের ডিলার ও বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দুটি স্থানে রাখা এসব সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারের মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তফা জামান রাজুর চা-বাগানের ঘরে রাখা ৯০ বস্তা সার ও ফজলুল হকের বাড়িতে ১৭৩ অবৈধভাবে সার মজুদ করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন অভিযান চালায়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেনসহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল।

আটক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজু বলেন, ‘আমি সারের ডিলার। আমি তো চুরি ডাকাতি করিনি। গতকালও (বুধবার) ইউরিয়া সারের জন্য টাকা পেমেন্ট করলাম। বুড়াবুড়ি বাজারে গোডাউন না পাওয়ায় এখানে রাখতে হয়েছে। এসব বিষয়ে কোনো আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম। তাই আমাকে ক্ষতিগ্রস্ত না করে সারগুলো পূর্বের দামে বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালেও কাজ হয়নি।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক মোস্তফা জামান রাজুকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘মোস্তফা জামান রাজু অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুদ করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আমরা প্রথমে একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য একটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করি। এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা