× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৩ ১৪:৪৭ পিএম । আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৫:৫১ পিএম

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম কুইন্স খাতুন। তিনি নওগাঁর সদরের ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকতেন এবং এনভয় নামে কারখানার পোশাক শ্রমিক ছিলেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে ধারণা করছি, সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, ‘কুইন্সের সঙ্গে আজাদ নামে এক ব্যক্তি বিয়ে হয়। তার গ্রামের বাড়িও নওগাঁয়। পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে বিভিন্নভাবে আমার ভাগনিকে পথে-ঘাটে বিরক্ত করে আসছিল। আজকে আজাদ ছুরিকাঘাত করে হত্যা করেছে আমার ভাগনিকে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা