বুধবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। প্রবা ফটো
ঈদযাত্রায় মহাসড়কে যানজট হবে না জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরবে।
তিনি বলেন, নির্বিঘ্নে পরিবহন চলাচল করবে। ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া মহাসড়কে কোনো পরিবহন চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সৈয়দ নুরুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নিরসনে একাধিক মিটিং করা হয়েছে। মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই বাড়ি পৌঁছাতে পারে এবং পুনরায় কর্মস্থলে ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার থেকে অফিস আদালত ও গার্মেন্টসে যারা কাজ করে তারা ছুটি পেয়েছে। আজও প্রচুর মানুষ বাড়ি গেছে। আগামীকালও যাবে। বৃহস্পতিবার সফলভাবে মানুষজন বাড়ি পৌঁছালেই আমরা বলব ঈদযাত্রা সফল হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, বিগত বছরের চেয়ে এ বছর নিরাপদ ঈদযাত্রা হবে। যানজটের পাশাপাশি হাইওয়েতে যেন ছিনতাই ডাকাতি না হয় এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সড়কে কোনো যানজট হবে না, ডাকাতি ও ছিনতাই হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেক, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সরফুদ্দিন প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.