প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে কালবৈশাখী ঝড়ে সড়কে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চৌধুরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. রনি। তিনি রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে রনি ও তার দুই বন্ধু রাজনগর শহরে আসার পথে চৌধুরীবাজার এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি গাছ তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রনি মারা যান। এ সময় তার সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.