× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

প্রসাধনী-অলংকার কিনতে শেষ মুহূর্তের ব্যস্ততা

সিলেট অফিস

২১ এপ্রিল ২০২৩ ১৪:০৫ পিএম । আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৪:০৬ পিএম

নারী ক্রেতারা প্রসাধনী কিনতে ভিড় করছেন কসমেটিকসের দোকানে।

চাঁদ দেখা গেলে রাত পোহালেই ঈদ। তাই শেষ সময়ে জমে উঠেছে সিলেটের ঈদবাজার। সকাল থেকে সেহরির সময় পর্যন্ত চলছে বিরতিহীন বেচাকেনা।

নগরীর সব অভিজাত বিপণিবিতানের পাশাপাশি ছিল ফুটপাথের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। নারী ক্রেতারা পোশাক কেনাকাটা শেষ করে প্রসাধনী কিনতে ভিড় করছেন কসমেটিকসের দোকানে।

ঈদের দিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কিংবা নতুন সাজে সাজাতে তরুণীদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই কসমেটিকসের দোকানগুলোতে বিভিন্ন বয়সের নারীর পাশাপাশি তরুণীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

সরেজমিন নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি, বারুতখনা, নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা, শাহি ঈদগাহ, লালদীঘিরপাড় ও উপশহর এলাকার অভিজাত বিপণিবিতানগুলোতে উচ্চবিত্তের ক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রঙ ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পছন্দ ও দরদামে মিলে গেলেই কিনে নিচ্ছেন ক্রেতারা।

সাধ্যের মধ্যে ভালো কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্ত লোকজন ছুটছেন নগরের হকার্স মার্কেট ও হাসান মার্কেটে। বন্দরবাজারে গড়ে ওঠা এই মার্কেটগুলোতে চলছে ঈদের শেষ মুহূর্তের বেচাকেনা। ঐতিহ্যবাহী এই মার্কেট দুটিতে সারা বছরই বেচাকেনা বেশি থাকে। তবে রমজান এলে বিক্রি কয়েক গুণ বেড়ে যায় বলে জানান ব্যবসায়ীরা। 

হাসান মার্কেটের ব্যবসায়ী আব্দুল খালিক খান। পুরুষদের লুঙ্গি, পাঞ্জাবি, মহিলাদের শাড়ি ও শিশুদের সব ধরনের পোশাক বিক্রি হয় তার খান ক্লথ স্টোরে। তিনি বলেন, ‘সীমিত লাভে পণ্য বিক্রি করি। শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। বিক্রিও হচ্ছে ভালো।’

হকার্স মার্কেটের ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের ঈদে ক্রেতাদের ঢল নেমেছে। আশানুরূপ বিক্রিও হচ্ছে।’

ভিড় রয়েছে ফুটপাথের দোকানগুলোতেও। নগরের বিভিন্ন সড়কের ফুটপাথের দোকানগুলোর প্রধান ক্রেতা দিনমজুর-শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ। চৌহাট্টা থেকে বন্দরবাজার ও কোর্টের সামনে থেকে ক্বীনব্রিজের নিচ পর্যন্ত রাস্তার দুই পাশে রয়েছে হাজারের কাছাকাছি হকার।

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে বেচাকেনা। এসব দোকানে ১০০-১৫০ টাকার মধ্যে শার্ট, ২০০-৫০০ টাকার মধ্যে প্যান্ট পাওয়া যায়, মেয়েদের যেকোনো পোশাক ৩০০-৭০০ টাকার মধ্যে পাওয়া যায়। ছয় বছরের ছোট্ট শিশু আরমান, মায়ের সঙ্গে এসেছে নতুন জামা কিনতে।

ফুটপাথের চৌকিতে রাখা কাপড়গুলোর মাঝে নিজের পছন্দের টি-শার্ট খুঁজছে। অবশেষে পেয়েও গেল, এতে মহাখুশি সে।

কসমেটিকস বিক্রেতারা জানান, পোশাকের সঙ্গে ম্যাচিং করে কানের দুল, চুড়িসহ সাজগোজের বিভিন্ন অনুষঙ্গ কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে চলেছেন নারী ক্রেতারা। পোশাকের পূর্ণতা পায় রুচিশীল সাজসজ্জায়। ঈদ ছাড়াও মোটামুটি বছরের সব সময়ই কম-বেশি কসমেটিকস ও জুয়েলারি দোকানে নারীরা আসেন। তবে ঈদের সময় একটু বেশি ভিড় করেন।

জিন্দাবাজার কসমেটিকসের দোকানে কথা হয় সায়রা আক্তার নামে এক তরুণীর সঙ্গে। তিনি বলেন, ‘পোশাকের সঙ্গে ম্যাচিং করে নেইল পলিশ, চুড়ি, দুল, মেহেদিসহ প্রসাধনসামগ্রী কিনেছি।’ তার মতো অনেকেই এসব কিনেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা