× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ কমেছে

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৬:৪৫ পিএম

দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে এসেছে। প্রবা ফটো

দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে এসেছে। প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে এসেছে। ফলে স্বাভাবিক গতিতেই যানবাহন চলছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো উত্তরবঙ্গবাসী। যাত্রীরা জানান, এই ১৩ কিলোমিটার সড়ক পাড়ি দিতেই এক থেকে দেড় ঘণ্টা সময় লেগেছে। এই সময়ে অতিরিক্ত গরমে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে নারী ও শিশুদের।

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপ, সেতু ও মহাসড়কে গাড়ি বিকল ছাড়াও ছোট ছোট দুর্ঘটনার কারণে মহাসড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুপুরের দিকে উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ কমতে শুরু করেছে। সড়কে গাড়ির চাপ কম থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

মহাসড়কের সল্লায় দায়িত্বরত এসআই আইয়ুব আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভোরের দিকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় পর্যন্ত যানজট ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। এখন সড়ক স্বাভাবিক আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা