× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ মুহূর্তে চাপ বেড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৭:০৩ পিএম

মহাসড়কে ঘরমুখো যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। প্রবা ফটো

মহাসড়কে ঘরমুখো যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। প্রবা ফটো

রাত পোহালেই ঈদ। তাই তো নাড়ির টানে প্রিয়জনদের কাছে ফিরছেন মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কের কোথাও যানজট না থাকলেও বাড়তি চাপের কারণে নির্দিষ্ট গতিসীমার চেয়ে কম গতিতে চলছে যানবাহন। তবে কড্ডায় কিছুটা যানজট দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সার্জেন্ট রনি পোদ্দার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও কোনো জট নেই। এলোমেলোভাবে কোনো যানবাহন ঢুকতে বা কোনো বাসকেও যত্রতত্র যাত্রী নামাতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সিরাজগঞ্জের পুলিশ সুপার ও ট্রাফিক পরিদর্শক সর্বদা মহাসড়ক মনিটরিং করছেন।’

এদিকে দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় যানজট দেখা গেছে। কিন্তু আধা ঘণ্টা পর স্বাভাবিক হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে ভোর থেকে চাপ আরও বেড়েছে। যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।’

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ‘মহাসড়কে ব্যাপক চাপ থাকলেও কোনো যানজট বা ধীরগতি নেই। উত্তরবঙ্গের ঘরেফেরা মানুষের এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে।’

এ ছাড়া ঘরমুখো মানুষের ভোগান্তি যেন না হয় এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও জানান সালেকুজ্জামান।

প্রসঙ্গত, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট সৃষ্টিকারী পার্শ্ব রাস্তাগুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা