× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর মিজান ময়দানে ঈদ জামাত সকাল ৮টায়

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৮:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলার সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ।

ইতোমধ্যে বিশাল আয়তনের ওই মাঠে শামিয়ানা ও ত্রিপল টানানোসহ ঈদের জামাতের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিজান ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। 

শুক্রবার বেলা ৩টার দিকে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ঈদগাহের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বস্তির সঙ্গে আদায় করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় কোনো ঝড় বা দমকা হাওয়া না হলে এ মাঠে যথাসময়ে নামাজ অনুষ্ঠিত হবে।

ইসলামী ফাউন্ডেশন জানায়, ফেনীর বড় জামে মসজিদে মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে সকাল ৭টা ৪৫ মিনিট, ফেনী জহিরিয়া জামে মসজিদে মাওলানা মুফতি ইলিয়াসের ইমামতিতে সকাল সাড়ে ৮টায়, পুলিশ লাইনস জামে মসজিদে মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিতে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস জামে মসজিদ, ফেনী সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, সকাল সোয়া ৮টায় ঈদ জামাত হবে ফেনীর শান্তি কোম্পানি জামে মসজিদ, রেলস্টেশন জামে মসজিদ, সাড়ে ৮টায় ঈদ জামাত হবে মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, বদরুন্নেছা জামে মসজিদ, জিএ একাডেমি হাইস্কুল মাঠ, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, লমি হাজারী বাড়ি জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, সাড়ে ৭টায় জামাত হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদ, ফেনী কারাগারের ভেতরে।

ইতোমধ্যে ফেনীর সব ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্নের পথে রয়েছে। এবার ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রায় সকল মাঠেই ত্রিপলের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদেও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা