× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা আমার বদনাম করে, তারাই একদিন সুনাম করবে : হিরো আলম

বগুড়া অফিস

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ২০:৪২ পিএম

ইফতার বিতণে হিরো আলম। প্রবা ফটো

ইফতার বিতণে হিরো আলম। প্রবা ফটো

যারা এখন বদনাম করে, তারাই একদিন সুনাম করবে বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, 'অনেক বছর ধরেই লড়াই সংগ্রাম করলাম। অনেক কিছুই করলাম। নিজের দিকে সেভাবে সময় দিতে পারিনি। এখন নিজের চিন্তাও করতেছি, কিছু কোয়ালিটি চিন্তাও করতেছি। সব কিছুর পরিবর্তনের চেষ্টা করতেছি। যাতে হিরো আলমকে নিয়ে আঙ্গুল তুলে কেউ কথা বলতে না পারে।'

শুক্রবার (২১ এপ্রিল) বিকালে শহরের কালীতলা এলাকায় 'বিপদে বন্ধু আমরা' নামে একটি সংগঠনের ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

ঈদে তার অভিনীতি একটি সিনেমাও মুক্তি পাচ্ছে। হিরো আলম তার সিনেমা নিয়ে বলেন, ''আমার 'টোকাই' সিনেমা সবাই হলে গিয়ে দেখবেন। দেখার পর মন্তব্য করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটি আমাকে ধরিয়ে দেবেন। আমি সেই ভুল শুধরে ভালো কিছু করার চেষ্টা করব। কারণ ঈদে আরও যে সকল মুভি রিলিজ হয়েছে, তাদের মতো আমার সিনেমা অ্যাকশনধর্মী না। বিগ বাজেটেরও না। সিনেমা একটা টোকাইয়ের ওপর গল্প। গ্রামের সাধারণ একটা ছেলে। মৌলিক একটা গল্প। এই সিনেমাটা দেখলে আপনাদের ভালো লাগবে।’’ 

হিরো আলম বলেন, যেকোনো জায়গায় যেকোনো ভালো কাজে হিরো আলম সবসময় পাশে থাকবে। বিপদে বন্ধু আমরা নামে এই সংগঠনটি রমজান মাসজুড়ে বিনামূল্যে ইতফার ও সেহেরিতে খাবার বিতরণ করেছে। তাদের এমন ভালো কাজে পাশে থাকতে পেরে আমারও ভালো লাগছে। 

তিনি আরও বলেন, 'আজ সারা দিন বগুড়া সদর, কাহালু ও নন্দীগ্রামে ঈদসামগ্রী বিতরণ করেছি। সামনে নির্বাচন। আবারও আমি নির্বাচনে আসতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ইফতার বিতরণ শেষে হিরো আলম ওই এলাকায় দুস্থ মানুষদের সাথে বসে ইফতার করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা