× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্তমান সরকার শিক্ষার আমূল পরিবর্তন করেছে : শিক্ষা উপমন্ত্রী

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম

বর্তমান সরকার শিক্ষার আমূল পরিবর্তন করেছে : শিক্ষা উপমন্ত্রী

বর্তমান সরকার গত ১৪ বছরে শিক্ষার আমুল পরিবর্তন করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, আধুনিক শিক্ষিত স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার সময় দেশের সাক্ষরতার হার ছিল ৫০ শতাংশ যা বর্তমানে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে। আঞ্চলিক পর্যায়ে শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানটি হয়।

সুবর্ণজয়ন্তী উৎসবের আহ্বায়ক আমিনুর রশিদ দুলাল সভঅপতিত্ব করেন। উৎসবের উদ্বোধন করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করে তুলতে হবে। সে জন্য শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।

বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, বর্তমান প্রধান শিক্ষক মশিউর রহমান, বুয়েটে শিক্ষক ড. আমার উদ্দিন সুমন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা