প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাড়ির পাশে জলাশয়ে লাফিয়ে গোসল করতে গিয়ে বুকে বাঁশের খুঁটি বিঁধে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম ওরফে বাবু ওই এলাকার আফরোজ আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ’এ ঘটনায় ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।’
শিশুর বাবা বলেন, ‘বিকালে আমার ছেলে প্রতিবেশী ছেলে-মেয়েদের সঙ্গে বাড়ির পাশের একটি জলাশয়ে গোসল করতে যায়। এ সময় ইব্রাহিম পানিতে লাফিয়ে পড়লে সেখানে থাকা বাঁশের খুঁটি তার বুকে বিঁধে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.