× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না : আইজিপি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৭:৫২ পিএম

বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ’আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি কেউ ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (৩ মে) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসেন পুলিশপ্রধান। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি সভা করেন। 

বুধবার তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্প্রতি ট্রলারে ১০ মরদেহ উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, ১০ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিআইবি টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে র‌্যাবও কাজ করেছে। তারা এখানে এসে খোঁজখবর নিয়ে ঘটনার মূল কারণ বের করার চেষ্টা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ নিয়ে আমরা আরও কাজ করে যাচ্ছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আমাদের জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে সহায়তা চাওয়ার জন্য এলাকার সবাইকে অনুরোধ করব। এই পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। কিছু দিন আগেও ঢাকার রাজবাড়ীতে একটি ডাকাতির ঘটনায় ৯৯৯ -এ কল দিয়ে সহায়তা পেয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের তথ্য দিলে যে কেউ পুলিশের সহায়তা পাবে।‘

জলদস্যুদের ব্যাপারে আইজিপি বলেন, ’আত্মসমর্পণ করা জলদস্যুদের ব্যাপারে প্রতিনিয়ত খবর রাখছে পুলিশ। তারা স্বাভাবিক জীবনে ফিরে আবারও কোনো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কি না, সে ব্যাপারে খবর রাখছি। তারা ভালো হতে চেয়েছে বলে আমরা তাদের সুযোগ দিয়েছি। কিন্তু আত্মসমর্পণের কথা বলে তারা পুনরায় অপরাধ সংঘটিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা