× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে হাসপাতালের জরুরি বিভাগে মাথা কেটে রোগী সাজানোর অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২২:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে অর্থের বিনিময়ে মাথায় সেলাই দিয়ে গুরুতর জখমী রোগী সাজানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ মে) পাথুরিয়া গ্রামের ইব্রাহিম হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন। 

মোরেলগঞ্জ উপজেলার ইউএনও এস এম তারেক সুলতান অভিযোগের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযোগ থেকে জানা গেছে, জিউধরা ইউনিয়নের পাথুরিয়া গ্রামে দুই গ্রুপের মারপিটে গত ৫ মে চারজন আহত হয়। এদের মধ্যে গুরুতর জখমী এক পক্ষ ফিরোজ হাওলাদার, জব্বার হাওলাদার, ছত্তার হাওলাদারকে চিকিৎসার জন্য ওইদিন রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিছু সময় ব্যবধানে প্রতিপক্ষ সাবিনা আক্তার তলপেটে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে রাত সোয়া ১১টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মো. জিহাদুল ইসলাম অর্থের বিনিময় ছাবিনার মাথার চামড়া কেটে সেলাই করে গুরুতর জখমী সাজান।

তাৎক্ষণিক বিষয়টি অভিযোগকারী ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো.  জিহাদুলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘স্যারের নির্দেশনায় মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।’ 

ভূক্তভোগী ইব্রাহিম হাওলাদার বলেন, ‘জরুরি বিভাগে মাথা কেটে সাবিনার পিতা আব্দুল ছোবাহান হাওলাদার বাদী হয়ে আমার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করেছেন।'

তিনি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা জিহাদুলের কর্মকাণ্ডের তদন্ত করে বিচারের দাবি জানান।

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএ সিএমও) মো. জিহাদুল ইসলাম বলেন, 'ওই রাতে জরুরি বিভাগে উভয় পক্ষের রোগীদের চিকিৎসা দিয়েছেন মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান। আমি সেখানে অ্যাসিস্ট করেছি মাত্র’। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, 'হাসপাতালের জরুরি বিভাগের বিষয়ের অভিযোগ পেয়েছি। শুধু এটি নয়, নানাবিধ অনিয়মের কথাও জেলা প্রশাসক মহাদয়ের নলেজে রয়েছে। বিষয়টি তদন্ত করে জেলা সিভিল সার্জনকে অবহিত করা হবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা