× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন চুয়াডাঙ্গার কল্পনা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১২:৫৭ পিএম

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ কল্পনা খাতুন। প্রবা ফটো

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ কল্পনা খাতুন। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা খাতুন নামে এক গৃহবধূ। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় শহরের আঁখি তারা জেনারেল হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক আকলিমা খাতুনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় ওই চার শিশুর।

আঁখি তারা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলাম  প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কল্পনা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। মাহবুবুর রহমান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি ক্লিনিকে একসঙ্গে আমার চার কন্যাশিশুর জন্ম হয়। আলহামদুলিল্লাহ, আমি খুশি।’

তিনি বলেন, ‘আমি পেশায় দিনমজুর। দিনপ্রতি ৪০০ টাকা হাজিরা পাই। বর্তমানে আমি পাঁচ সন্তানের বাবা। চার কন্যাসন্তানের জন্য যেমন খুশি লাগছে, তেমনি তাদের লালনপালন নিয়ে চিন্তাও হচ্ছে কিছুটা।’

মাহবুবুর রহমান বলেন, ‘ক্লিনিকের বিল মেটানোরও সামর্থ্য নেই আমার। তাই প্রশাসন থেকে সহযোগিতা পেলে অনেক উপকার হবে।’

আঁখি তারা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। চারজনই সুস্থ আছে। প্রসূতির রক্তরক্ষণ হচ্ছে। চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুবুর রহমান মিলন বলেন, ‘চার কন্যাসন্তান আমার তত্ত্বাবধানে আছে। তারা কিছুটা অপুষ্ট। অক্সিজেন ছাড়াই বর্তমানে সুস্থ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাদের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘এর আগে যমজ বাচ্চা দেখেছি। একসঙ্গে তিনটি বাচ্চা জন্মগ্রহণও খুব কম হয়। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম আমার জীবনে এই প্রথম দেখলাম। সবই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা