× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীর মুখে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৪:০৯ পিএম

গ্রেপ্তারকৃত লাল চান বাউরি। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত লাল চান বাউরি। প্রবা ফটো

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক তরুণীর মুখে এসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় লাল চান বাউরি (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই চা বাগানের মৃত অনিল বাউরির ছেলে। 

জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার রাত ৯টায় চান্দভাগ চা বাগানের মৃত রবিলাল বাউরির মেয়ে ভাগ্যরাণী বাউরির (১৮) ওপর এসিড নিক্ষেপ করেন একই বাগানের লাল চান বাউরি। ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এই এসিড নিক্ষেপ করা হয়। এতে তার ডান চোখ ও গালের ডান পাশ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই রতন কুমার বাউরি বাদী হয়ে লালচান বাউরিকে অভিযুক্ত করে রাজনগর থানায় মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লাল চান বাউরি একই চা বাগানের ভাগ্যরাণী বাউরিকে (১৮) রাস্তাঘাটে উত্যক্ত করত। কিছুদিন আগে তিনি ভিকটিমের পরিবারেকে বিয়ের প্রস্তাব দেন। সাড়া না পেয়ে ভাগ্যরাণী বাউরির ওপর ক্ষিপ্ত হন লাল চান বাউরি। 

গত রবিবার রাত সাড়ে ৯টায় ভাগ্যরাণী বাউরি রান্না করার সময় সিরিঞ্জের ভেতর এসিড নিয়ে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার ওপর নিক্ষেপ করেন লালচান বাউরি। এতে তার ডান চোখ ও গালের ডান পাশের অংশ পুড়ে যায়। বর্তমানে ভাগ্যরাণী বাউরি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মামলার পর পুলিশ চান্দভাগ চা বাগানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি লাল চান বাউরিকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা