× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে : রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ২১:৫৫ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ২৩:০৫ পিএম

বুধবার বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফোকাস বাংলা ফটো

বুধবার বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফোকাস বাংলা ফটো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের সমন্বয় সাধনের ওপর।

বুধবার (১৭ মে) বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ’সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়। এক্ষেত্রে আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ের ওপর। আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয়।’

আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ’শুদ্ধাচার এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে, সেখানে আইনজীবীরা বেঞ্চকে সহায়তা করতে পারেন না। আইনজীবীরা বিচারকদের আইনি কাজে শুধু সহযোগিতাই করেন না, কখনও কখনও সঠিক পথও দেখান।’

রাষ্ট্রপতি বলেন, ’আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।’

পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তের সভাপতিত্বে বারের নেতারা ও সিনিয়র আইনজীবীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতির ফলক ‘বঙ্গবন্ধু কর্নার’ উন্মোচন করেন । তিনি সেখানে জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর পরিদর্শন করেন।

এর আগে রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গণে পৌঁছলে জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদের নেতৃত্বে সিনিয়র বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগতম জানান। পরে রাষ্ট্রপতি ’বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক’ পরিদর্শন করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা