× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যতই মারামারি করুক আমি মাঠ ছাড়ব না : জায়েদা খাতুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ২১ মে ২০২৩ ১২:৫৩ পিএম

গাজীপুরের ছয়দানায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ঘড়ি মার্কার প্রার্থী জায়েদা খাতুন। প্রবা ফটো

গাজীপুরের ছয়দানায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ঘড়ি মার্কার প্রার্থী জায়েদা খাতুন। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে হামলায় ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী জড়িত বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।

তিনি বলেন, ‘আমি ২৫ তারিখ পর্যন্ত ভোটের আশায় থাকব। যতই মারামারি করুক মাঠ ছাড়ব না। আজমত উল্লা তো পুরোনো লিডার, আমি তো নতুন। উনি একদল করে আমি অন্য ভাবে। আমার প্রতি এত অত্যাচার কেন! এ অত্যাচারের কি বিচার হবে না?

শনিবার (২০ মে) রাত ১১টার দিকে গাজীপুরের ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গরুহাটায় জায়েদা খাতুনের গণসংযোগে হামলা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর পূর্ব গোপালপুরে জায়েদা খাতুনের জনসংযোগের সময় হামলার ঘটনা ঘটে। এ সময় গণসংযোগে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।

এ প্রসঙ্গে শুক্রবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, ‘জাহাঙ্গীর নাটকের মাস্টার। সে সব সময় এ ধরনের নাটক করে। এটাও এরই অংশ।’

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি তো এখনই বুঝতাছি (বুঝতে পারছি) ভোট ঠিকমতো পাব না। আপনারা দোয়া করেন, আমি যেন ২৫ তারিখ পর্যন্ত সুস্থ থাকি।

৫৭টি ওয়ার্ডে গেলে সবাই ভোট দিতে চায় কিন্তু টঙ্গীতে গেলেই হামলা করে। যে কদিন গিয়েছি হামলা হয়েছে। গাড়ি তো দেখছেন কীভাবে ভাঙচুর করছে। সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আমাদের সঙ্গে যারা ছিল তাদের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। যত রকম বস্তির পোলাপান লাগানো হয়েছে। আমাদের লোক তো আজমত উল্লাকে হামলা করে না। আজ হামলার পর পুলিশ আমাকে বাসায় দিয়ে গেছে।’

একজন নারীকে আজমত উল্লা কেন এত ভয় পাচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন এই প্রার্থী। বলেন, ‘আমি একজন মেয়েমানুষ, সরকার তো মেয়েমানুষকে সম্মান করে। আমি বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলনে তার ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘এ হামলার তীব্র নিন্দা জানাই। আমি ঘড়ি মার্কার জায়েদা খাতুনের প্রধান সমন্বয়ক। নির্বাচনের আর তিন দিন বাকি। এ মুহূর্তে দুদক আমাকে তলব করেছে, এর মাধ্যমে কী প্রমাণ হয়? আমি দুদকের কাছে সময় চেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা