× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

কুকুরের খামারে দিনবদল

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা

২১ মে ২০২৩ ১০:১৩ এএম । আপডেট : ২১ মে ২০২৩ ১৮:১৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে নিজের কুকুরের খামারে শহীদুল ইসলাম জুয়েল। প্রবা ফটো

পরিবারের লোকজন তাকে বলতেন, তার দ্বারা কিছু হবে না। অথচ সেই অকর্মা জুয়েল কুকুরের খামার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কুকুরগুলো যেমন তেমন কুকুর নয়! সবই বিদেশি। পশুপ্রেমীদের কাছে বিক্রি করে ভালো আয় হচ্ছে বলেও জানান তিনি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাঙনকবলিত গ্রাম বুড়িগোয়ালিনী। সেখানেই খোলপেটুয়া নদীর ভাঙন পয়েন্টের পাশেই ‘অ্যাকোয়াম্যাক্স’নামে ফার্ম গড়েছেন শহীদুল ইসলাম জুয়েল। তার মূল ব্যবসা কাঁকড়া চাষ। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কাঁকড়া রপ্তানি করেন। শখের বশে ২০১৯ সালে একটি সাইবেরিয়ান হাস্কি জাতের কুকুর পুষেছিলেন। তা থেকে বংশ বৃদ্ধি হয়েছে। বর্তমানে তার ১৫টির মতো বিদেশি জাতের কুকুর আছে। কুকুরের ব্যবসা লাভজনক হওয়ায় লভ্যাংশ দিয়ে পালন করছেন বেইজিং হাঁস ও ভেড়া।

জুয়েল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার মূলত কানেক্টিং বিজনেস।’ অর্থাৎ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, কাঁকড়া যে পানিতে চাষ করা হয় সেই অপরিষ্কার পানি চারটি পুকুরের মাধ্যমে পরিশোধিত হয়। তারপর পিউরিফিকেশন মেশিনের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হওয়ার পর তিনি সেই পানি বিভিন্ন কাজে ব্যবহার করেন। এ ছাড়া কাঁকড়ার ছেড়ে দেওয়া খোলস গুঁড়া করে হাঁসের খাবার হিসেবে ব্যবহার করেন। তার ফার্মে লাগানো ঘাসগুলো খেয়ে নেয় ভেড়াগুলো। আবার ভেড়ার বর্জ্য কাঁকড়ার খাবার ছাড়াও সবজি বাগানে সার হিসেবে কাজে লাগে। 

জুয়েল বলেন, তার কাছে সাইবেরিয়ান হাস্কি, জার্মান শেফার্ড, কেনি কোর্সো, গোল্ডেন এট্রিপার এই চার জাতের বিদেশি কুকুর রয়েছে। প্রথমে ১ লাখ টাকা দিয়ে একটি সাইবেরিয়ান হাস্কি কেনার পর সেটি কয়েকদিন পরই মারা যায়। এরপর আবারও তিনি একই জাতের কুকুর কিনে এক বছর লালনপালন করেন। এক বছর পর আরেকটি পুরুষ কুকুর কেনার পর তাদের বংশ বৃদ্ধি শুরু হয়। এরপর সেটি পাঁচটি বাচ্চার জন্ম দেয়, যা থেকে একটি মারা যায়। এরপর আস্তে আস্তে তার কুকুরগুলো বড় হতে থাকে। এখন পর্যন্ত তিনি ২৫টি কুকুর বিক্রি করেছেন।

দেশের বেকার যুবকদের উদ্দেশে জুয়েল বলেন, ব্যতিক্রমী অথচ লাভজনক এ রকম ব্যবসা শুরু করতে পারলে দেশের বেকার যুবকরা ঘুরে দাঁড়াতে পারবে। তার খামার সম্পর্কে অবগত হয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, জুয়েলের কুকুরের ব্যবসা অনেক সম্প্রসারিত হয়েছে। একই সঙ্গে তিনি কাঁকড়া, হাঁস ও ভেড়া চাষ করেন। এতে তার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। তরুণ উদ্যোক্তা হিসেবে জুয়েল সবার কাছে আদর্শ হতে পারেন বলে তিনি মনে করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা