× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ তিন শতাধিক চরমপন্থির

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৭:৫২ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৮:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আত্মগোপনে থাকা কয়েকটি চরমপন্থি সংগঠনের তিন শতাধিক সদস্য আত্মসমর্পণ করেছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আহ্বানে সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। রবিবার (২১ মে) সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২-এর সদর দপ্তরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’বর্তমান সরকার আত্মসমর্পণকৃত চরমপন্থিদের পুনর্বাসনের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের যাবতীয় সহায়তা দেওয়া হবে।’ 

তিনি বলেন, ’আশির দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থিরা  ঘাঁটি তৈরি করে। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি’ স্লোগানে সর্বহারা চরমপন্থিরা আলোর পথে ফিরে আসতে শুরু করে। প্রধানমন্ত্রী তখন সবাইকে পুনর্বাসন করেছিলেন। আজও আমাকে এ বিষয়ে সহযোগিতার কথা বলেছেন।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ’কেউ যদি মনে করেন, আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব, আপনারা ধরতে পারবেন না; তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।’ 

তিনি বলেন, ’র‍্যাব নানা ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে। এজন্যই চরমপন্থিরা আত্মসমর্পণের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছে।’ 

র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন বলেন, ’যেসব চরমপন্থি নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের সাধুবাদ জানাই। যারা আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি বলেন, ’আত্মসমর্পণকৃতদের আর্থিক প্রণোদনাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে স্বাভাবিক পেশায় ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তারা যেন পুরোনো পেশায় ফিরে না যায় এবং নতুন করে কোনো অপরাধে না জড়ায়, সে ব্যাপারে নজরদারি অব্যাহত থাকবে।’ 

চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফেরাতে ২০২০ সাল থেকে কাজ শুরু করে র‍্যাব। প্রাথমিকভাবে তারা টার্গেটকৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। হস্তশিল্পসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে চরমপন্থিদের আত্মসমর্পণে অনুপ্রাণিত করে র‍্যাব। সরকারের পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের পুনর্বাসন, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে র‍্যাব-১২-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে আত্মসমর্পণ করেন ৩১৫ চরমপন্থি। তারা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আত্মসমর্পণকালে তারা ২১৯টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত, মো. আব্দুল আজিজ, তানভীর ইমাম, মেরিনা জাহান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা