বন বিভাগের দাবি, সরকারি জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে
কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় বনায়নের জন্য বাগান সৃজনের কাজ করার সময় বনকর্মীদের ওপর হামলা করেছে ভূমিদস্যুরা। এ সময় মহেশখালী রেঞ্জ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের নাককাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার পরিদর্শক প্রণব চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- মহেশখালী অফিসের রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী, মুদিরছড়া বিট কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ, শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া, বনকর্মী নুর আলম, শ্রমিক শামসু আলম ও আবু তালেব।
বন বিভাগ জানিয়েছে, ছোট মহেশখালী ইউনিয়নের নাককাটা পাহাড়ি এলাকায় তাদের ৩৭০ একর জমি রয়েছে। এসব জমিতে সকালে বাগান সৃজন করতে গেলে স্থানীয় ভূমিদস্যুরা জয়নালের নেতৃত্বে বিবাদে জড়ায়। এক পর্যায়ে ভূমিদস্যুরা একত্রিত হয়ে বনকর্মীদের ওপর দা নিয়ে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা দুই রাউন্ড ফাঁকা গুলি চালায়। ভূমিদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে হামলায় নেতৃত্ব দেওয়া ভূমিদস্যু জয়নালকে আটক করে নিয়ে আসার সময় বনকর্মীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালিয়ে তার লোকজন তাকে ছিনিয়ে নেয়।
রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, ‘বন বিভাগের জমিতে বাগান সৃজন হচ্ছে। এটা স্থানীয় ভূমিদস্যুরা মেনে নিতে পারেনি। তারা সরকারি জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।’
কক্সবাজার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ বলেন, ‘কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। যারা জমি দখল করছে তাদের তথ্য সংগ্রহ করে থানায় মামলা করা হবে।’
মহেশখালী থানার পরিদর্শক প্রণব চৌধুরী বলেন, ‘হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আহত কর্মকর্তা ও শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.