× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাথর শ্রমিক আহত

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৯:২৮ পিএম

গুরুতর আহত পলাশ হোসেনকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

গুরুতর আহত পলাশ হোসেনকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের করতোয়া নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে পলাশ হোসেন গুলিবিদ্ধ হন।

পলাশ হোসেন ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান গুলিতে শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের করতোয়া নদীতে স্থানীয় কয়েকজন পাথর শ্রমিকের সঙ্গে নুড়ি পাথর সংগ্রহ করছিলেন পলাশ। এ সময় ভারতের গ্রীনগছ ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল নদীর পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের গুলি করে। এ সময় একটি গুলি পলাশের পেটের বাঁ পাশে লাগে। এ সময় বাকি শ্রমিকেরা ভয়ে পালিয়ে যায়। পরে কয়েকজন শ্রমিক এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন, ‘আহত পাথর শ্রমিকের পেটের বাঁ পাশে একটি ক্ষত পাওয়া গেছে। আমরা দেখতে পাইনি তবে ধারণা করা হচ্ছে তার পেটে গুলি লেগেছে। ভূড়ির কিছু অংশ সেই ক্ষত দিয়ে বের হয়ে এসেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘ঘটনার পরপরই আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা