× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

নৌকার প্রার্থীর ইশতেহারে গুরুত্ব পেল যা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৯:২৫ পিএম

নগরীর প্রকৌশলী ভবনে ইশতেহার ঘোষণা করেছেন নৌকার প্রার্থী। প্রবা ফটো

নগরীর প্রকৌশলী ভবনে ইশতেহার ঘোষণা করেছেন নৌকার প্রার্থী। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (২১ মে) বেলা পৌনে ১১টার দিকে নগরীর প্রকৌশলী ভবনে ইশতেহার ঘোষণা করে তিনি। এতে তিনি সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান। এ ছাড়া যানজট নিরসন, পার্কিং, ফুটপাথসহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে প্রতিশ্রুতি দেন। বলেন, নগরীর উন্নয়নে অধিগ্রহণ করা ভূমির জন্য দেওয়া হবে ক্ষতিপূরণ।

আজমত উল্লা খান বলেন, ‘আমি নির্বাচিত হলে নগর ভবন হবে সব নাগরিকদের জন্য অবাধ ও উন্মুক্ত এবং পূর্ণাঙ্গ সেবাদানকারী প্রতিষ্ঠান।‘

নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেগুলো হলো- পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবয়নে পরামর্শ কমিটি/নগর উন্নয়ন সমন্বয়ক কমিটি গঠন, সেবার মান বৃদ্ধিকরণ, হোল্ডিং কর, অধিগ্রহণ করা ভূমির জন্য ক্ষতিপূরণ প্রদান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গুরুত্ব বিবেচনায় সড়ক উন্নয়ন এবং বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টজনের নামে রাস্তার নামকরণ ও নির্মাণ কাজের গুণগত নিরীক্ষার জন্য শক্তিশালী মনিটরিং টিম গঠন, যানজট নিরসন, পার্কিং, ফুটপাথসহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সংযোগ সড়ক নেটওয়ার্ক, শ্রমিক,কর্মচারী ও বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, শিল্পমালিক ও ব্যবসায়ী সামাজের ভোগান্তি কমাতে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হেল্প-ডেক্স তৈরি করণ, ওয়ার্ড সেন্টার ও ডিজিটাল কামান্ড সেন্টার নির্মাণ, বর্জ্য ব্যবস্থার আধুনিকীকরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের উদ্যোগ, ক্রীড়া উন্নয়ন, সাংবাদকর্মীদের সহায়তা, বয়স্ক, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান, পার্ক ও উদ্যান নির্মাণ ও উন্নয়ন, ঈদগাঁ, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, জলাশয় দখলমুক্ত, নদী ও পরিবেশ রক্ষা, মশক নিধন, জিসিসির কাঁচা বাজার ও মার্কেট আধুনিকীকরণ ও হকারদের পুর্নবাসনের বাবস্থা, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জেলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মাদকমুক্ত নগর গড়ে তোলা, নতুন আয়ের উৎস সৃষ্টি ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা।

নৌকার প্রার্থী বলেন, নির্বাচিত হলে তার পরিকল্পনাকে প্রথমিক, মধ্যম ও শেষস্তরে ভাগ করে কাজগুলো বাস্তবায়ন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা