রবিবার বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো
কোনো নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। ছোট্ট একটি দেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই দেশ এখন বিশ্বের রোল মডেল। নিষেধাজ্ঞা দিয়ে এ দেশকে দাবিয়ে রাখা যাবে না।’
রবিবার (২১ মে) বিকালে ফেনীর পরশুরাম উপজেলায় নবনির্মিত বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুকন্যা কাজ করছেন। বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের ১৪ জুন এটি প্রতিষ্ঠা করা হয়।’
তিনি বলেন, ‘’স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় ২৪টি স্থলবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলোর ১৪টির উন্নয়নকাজ শেষ করে অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে ফেনীর পরশুরাম উপজেলায় ‘বিলোনিয়া স্থলবন্দর’ একটি।‘’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সূত্রমতে, বিলোনিয়া স্থলবন্দরটি নির্মিত হয়েছে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে। পুরো খরচ বহন করেছে বাংলাদেশ সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, যুগ্ম কমিশনার কাস্টমস এবং প্রকল্প পরিচালক ডিএম আতিকুর রহমান প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.