× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেইমান : মিনু

রাজশাহী অফিস

প্রকাশ : ২১ মে ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২১:২৫ পিএম

যারা নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেইমান : মিনু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে তাদের জাতীয় বেইমান বলে চিহ্নিত করা হবে। রবিবার (২১ মে) রাজশাহীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিনু বলেন, ’আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের যদি কেউ নির্বাচন করতে চেষ্টা করেন, তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। তাদের জনগণের সামনে রীতিমতো জবাবদিহি করতে হবে। আমি আশা করব, দলের কেউ নির্বাচন করবেন না।’

আসন্ন সিটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে মিনু বলেন, ‘এটি ভোট ডাকাতির নির্বাচন হবে। এই সমস্ত নির্বাচন জনগণ অতীতেও দেখেছে। এই নির্বাচন কমিশনের আওতায় এবং এই  স্বৈরাচারী সরকারের আওতায় কোনো নির্বাচনে বিএনপি ও তার সমমনা দল অংশগ্রহণ করবে না। আমরা আগে দেশ হাসিনামুক্ত করতে চাই। এরপর নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সত্যিকার যোগ্যতর ব্যক্তিকে কমিশনে এনে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই।’

মিনু আরও বলেন, ‘মেয়র নির্বাচনে বিএনপির কেউ নেই। কাউন্সিলর নির্বাচনে যে দুয়েকজন আছে, তারা বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান, মীর জাফর হিসেবে দলের কাছে ও রাজশাহীবাসীর কাছে চিহ্নিত হবে।’

সংবাদ সম্মেলনে মিনু দাবি করেন, বিএনপির বৃহত্তর আন্দোলন ঠেকাতে সরকার তাদের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে। 

সংবাদ সম্মেলনে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা