× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন মামলা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১১:০৭ এএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৫:০১ পিএম

শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান। প্রবা ফটো

শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান। প্রবা ফটো

যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার স্ত্রী তানজিনা আক্তার। 

বুধবার (২৪ মে) তানজিনা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। 

আদালতের ভারপ্রাপ্ত বিচারক আব্দুস সবুর মিনা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে আইনি ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। 

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রি কাবিনমূলে সদর উপজেলার খাসপাড়া গ্রামের আশরাফুল আলম মিজানের সঙ্গে ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের তানজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আশরাফুল বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী তানজিনাকে চাপ দিয়ে আসছিলেন। আশরাফুল উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে স্ত্রী তানজিনা ও তার মা-বাবাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতেন। 

এর ধারাবাহিকতায় গত ৫ মে সকালে আশরাফুল আলম স্ত্রী তানজিনা আক্তারকে যৌতুকের ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য পুনরায় চাপ দেন। কিন্তু তানজিনা টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করলে আশরাফুল তাকে কিলঘুষি মারেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তানজিনা গুরুতর আহত হন। পরে তানজিনা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। আশরাফুলের বিভিন্ন ধরনের হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তানজিনা। তিনি আদালতের কাছে স্বামী আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।

অভিযোগ অস্বীকার করে আশরাফুল আলম মিজান বলেন, ‘বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী তানজিনা আক্তারের সঙ্গে তার পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে তানজিনা তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেছেন।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো কাগজ আমি পাইনি। পেলে আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা