× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আওয়ামী লীগ নেতারাও খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছে, অথচ মামলা হয়নি’

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৬:১৮ পিএম

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী। প্রবা ফটো

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী। প্রবা ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতারাও খালেদা জিয়াসহ সম্মানিত ব্যক্তিদের মেরে ফেলার হুমকি দিয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। 

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। 

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকির অভিযোগে আজ বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ। তার আগে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে ওই নেতার বিরুদ্ধে। 

বিভিন্ন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশের সম্মানিত ব্যক্তিদের মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয় না বলেও জানান তিনি।  

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, শান্তি রক্ষা চলবে না, প্রতিরোধ করা হবে। বিএনপির হাত-পা তিনি ভেঙে দিতে চেয়েছেন। তার বিরুদ্ধে তো কোনো মামলা হলো না।’

তিনি বলেন, ‘মেয়র তাপস বলেছেন তিনি চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছেন। তাদের কাছে শেখ পরিবার, শেখ হাসিনা ছাড়া আর কেউ সম্মানিত নন। চারবারের সাবেক প্রধানমন্ত্রীকে তারা টুস করে নদীতে ফেলে দিতে চেয়েছেন, ডক্টর ইউনূসকে চোবাতে চেয়েছিলেন। জাসদ নেতা সংসদে বসে খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন। তখন সবাই কোথায় ছিল?’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, দেশে বিরোধী দলশূন্য একটা নিঃশব্দ বা বোবা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, ’তারা বিরোধী দলশূন্য একটা নিঃশব্দ পরিস্থিতি তৈরি করতে চায়। তারা একটা বোবা পরিস্থিতি তৈরি করতে পারলেই তাদের অবৈধ ক্ষমতা চালিয়ে যেতে পারে। এটা হতে পারে না; এটা হতে দেওয়া হবে না।’ 

সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, গত ২৩ মে রাজশাহী মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি বিফল করতে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। রাজশাহীতে কারফিউয়ের মতো পরিস্থিতির সৃষ্টি করা হয়। তবে দেশের বর্তমান সংবিধান অনুসারে প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, গণতান্ত্রিক সংগ্রামের কর্মসূচি অব্যাহত থাকবে। এখানে যারা আমাদের নেতারা আছেন, তারা বুক চিতিয়ে নিজের সাহসের ওপর ভর করে আজকে এখানে নেতৃত্ব দিচ্ছেন। রাজশাহী যেন এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। আজকে দুই-তিন দিন থেকে এক বীভৎস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।’ 

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘কিসের জন্য, কার স্বার্থ রক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী তো রাষ্ট্রের ও জনগণের বাহিনী। এটা কারও পেটোয়া বাহিনী হতে পারে না। 

‘যে নির্মম ও উগ্রতা তারা দেখাচ্ছে, এটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে। যদি জনগণকে তারা কোণঠাসা করতে থাকেন, জনগণের ওপর যদি তারা দমননীতি চালান, তাহলে জনগণ কিন্তু ফুঁসে উঠবে। সকল অস্ত্র, সকল বারুদ, সকল শক্তি পরাজিত হবে জনগণের শক্তির কাছে।’

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের নামে হওয়া মামলার প্রতিবাদ করে বলেন, ’এদের মামলা যে অসত্য, অন্যায় ও মিথ্যাচার তা তারাই প্রমাণ করেছেন। বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদের অনেকে মারা গেছেন, নয়তো হজ পালনে গেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওলিউল হক রানাসহ স্থানীয় বিএনপির নেতারা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা