খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন নিজ কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির এসএম শফিকুল ইসলাম মধু লাঙল ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বেলা ১১টায় নগরীর ৩১ সাধারণ ও সংরক্ষিত ১০ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। এবার ৩১ সাধারণ ওয়ার্ডে ১৩৬ ও ১০ সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ‘আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন।’ এ সময় সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নগরীর প্রতিটি ওয়ার্ডে সরাসরি ইভিএম নিয়ে যাব। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
৩০ মে শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন জানিয়ে প্রার্থীদের সবাইকে সেখানে মতামত তুলে ধরার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.