× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের কাজে ‘বড় ভাই’ আজমত উল্লার পরামর্শ চান জাহাঙ্গীর

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৩:১৪ পিএম

নির্বাচিত হওয়ার পর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

নির্বাচিত হওয়ার পর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচন শেষে পরাজিত প্রার্থী আজমত উল্লা খানের কাছে মা জায়েদা খাতুনের কাজের জন্য পরামর্শ চেয়েছেন জাহাঙ্গীর আলম। সবার পরামর্শ নিয়েই মায়ের কাজে সহায়তা করতে চান তিনি। 

শুক্রবার (২৬ মে) ভোর সাড়ে ৪টায় শহরের ছয়দানা (হারিকেন) এলাকায় নিজ বাসভবনে সিটি নির্বাচনের ফল ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। শহরের যত কাজ আছে মায়ের সঙ্গে থেকে যতগুলো কাজের সমাধান দরকার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশের বড় এ সিটি করপোরেশনের সবগুলো কাজ সমাধান করার চেষ্টা করব। অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাদের বড় ভাই। ওনাকেসহ সবার পরামর্শে যেসব প্রার্থী নির্বাচন করেছেন এবং স্থানীয়ভাবে যেসব নেতাকর্মী রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, সবাইকে নিয়ে গাজীপুরকে একটি নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব।’

ভোট নিয়ে আপনাদের টেনশন ছিল, শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হয়েছে। আপনারা সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশকে ধন্যবাদ জানাবেন কি না-- এমন প্রশ্নে জায়েদা খাতুনের পক্ষে তার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসনের লোক, গণমাধ্যমকর্মী সর্বশেষ রেজাল্ট পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। আপনাদের সবার সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছেন একটি সুষ্ঠু সুন্দর ভোট দেবেন। সেটা আমরা তার কর্মের মাধ্যমে পেয়েছি।’ 

‘সরকারও বলেছে, সেখানে সহযোগিতা করবে। সবার সহযোগিতায় গাজীপুরে একটি সুন্দর ভোট এবং সর্বশেষ রেজাল্ট আমরা সঠিকভাবে পেয়েছি। এ জন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ ও স্বাগত জানাই। এ শহর এবং তার ভবিষ্যৎ সুষ্ঠু সুন্দরভাবে গড়ার জন্য যেকোনো কাজে সার্বিকভাবে সহযোগিতা চাই।’

নির্বাচিত মেয়র জায়েদা খাতুন তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি তার জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানান। 

জায়েদা খাতুন বলেন, ‘আমি ওনাকে ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি। এ জন্য আমি আরও ধন্যবাদ জানাই।’ 

আপনার বিজয় কাকে উপহার দেবেন, এমন প্রশ্নে জায়েদা খাতুন বলেন, ‘এ বিজয়টা আমি গাজীপুরের মানুষ এবং প্রধানমন্ত্রীকে উপহার দেব।’ 

তিনি বলেন, ‘সবাই আমাকে সহযোগিতা করেছেন। আপনারাও (সাংবাদিক) আমাকে অনেক সহযোগিতা করেছেন। আপনাদেরও ঋণ আছে। কাজ কইরা আমি সবার ঋণ শোধের চেষ্টা করব। আমার ছেলে আমার পাশে থাকবে। আমার ছেলে যা যা কাজ করেছিল, যেগুলো বাকি রয়েছে-- সেগুলো ছেলেকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব।’

নবনির্বাচিত মেয়র বলেন, ‘আমার ভোটে আসার কারণ আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করা। আমার ছেলেকে সত্য প্রমাণের জন্য। আগে-পরে কে কি করছে তা অপানারও জানেন। আমাকে ভোট দিয়েছে। আগে আল্লাহ, পেছনে গাজীপুরবাসী। তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যা করি সবাইকে দেখাইয়া করব।’ 

এ শহরের উন্নয়ন করার জন্য আজমত উল্লার পরামর্শ চাইবেন কি না এ প্রশ্নে জায়েদা বলেন, ‘যদি দরকার পড়ে ওনাকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ এবং সহযোগিতা নিয়েই আমি কাজ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা