× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : বিচারপতি জাহাঙ্গীর

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৪:৫৪ পিএম

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মতবিনিময় সভা। প্রবা ফটো

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মতবিনিময় সভা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের স্বার্থরক্ষায় এবং তাদের সব ধরনের সুযোগসুবিধার জন্য কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা অত্যন্ত সংবেদনশীলভাবে এ দেশের জনগণের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জেলায় জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের জনগণের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন আরও আগেই হওয়া উচিত ছিল।’

শুক্রবার (২৬ মে) সকালে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মামলাজটের ব্যাপারে বিচারকগণ কাজ করে যাচ্ছেন; যার ফলে নারী, শিশু ও দেশের সব মানুষ এ কাজে উপকৃত হবে।’

জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে জেলা আইনজীবী সমিতি, আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে তিনি এক মতবিনিময় সভা করেন।

এ সময় প্রশাসন ও বিচার বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ মোশারফ হোসাইন, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত দাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-উর-রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।

৫৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা