তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
মেহেরপুর সদরে ককটেলসহ নাশকতা পরিকল্পনার অভিযোগে দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ মে) মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি। তারেক মেহেরপুর শহরের শেখপাড়ার বাসিন্দা এবং নাহিদ বড় বাজার এলাকার বাসিন্দা।
ওসি সাইফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বেড়াপাড়া থেকে তারেক ও নাহিদকে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। এ ঘটনা মেহেরপুর সদর থানায় একটি মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.