× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি নির্বাচন

প্রতীক পেয়েই প্রচারে ব্যস্ত প্রার্থীরা

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৬:১৩ পিএম

প্রতীক বরাদ্দের পর শুক্রবার খুলনা নগরীর বিভিন্ন এলাকায় প্রচারে বের হন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

প্রতীক বরাদ্দের পর শুক্রবার খুলনা নগরীর বিভিন্ন এলাকায় প্রচারে বের হন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শুক্রবার (২৬ মে) প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নেমেছেন। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টির চারজন প্রার্থী মেয়র পদে লড়ছেন।

প্রতীক বরাদ্দের দিন সকালে সিটি নির্বাচনে অংশ নেওয়া মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। 

প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নিজ নিজ এলাকায় ফিরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা শুরু করেন। একই সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরপরই খুলনা নিউমার্কেট এলাকায় গণসংযোগ করেন ও জুমার নামাজের পর নগরীর মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ, ৩১ নম্বর ওয়ার্ডের সুধীজন ও দৌলতপুর দিবা-নৈশ কলেজে শুধী সমাবেশে মতবিনিময় করেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়াল প্রতীক বরাদ্দের পরপরই নগরীর ডাকবাংলো, রূপসা, নিউমার্কেট, নতুন রাস্তা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর বাজার, ফুলবাড়িগেটসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। গণসংযোগে নামেন জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু।

প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘গত পাঁচ বছরে নগরবাসীকে দেওয়া আমার নির্বাচনী প্রতিশ্রুতির ৭৫ শতাংশ বাস্তবায়নে সক্ষম হয়েছি। বাকি কাজ চলমান রয়েছে। আমার প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল নগরীর জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া। সে বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি।’

তিনি বলেন, ‘আগামীতে নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। নগরীর জলাবদ্ধতা নিরসনে আরও কিছু কাজ রয়েছে। যেমন ভৈরব নদ ও রূপসা নদীর নাব্যতা বৃদ্ধি। নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই দুই নদ-নদীর নাব্যতা বাড়ানো না গেলে নগরীর পানি দ্রুত নামতে পারবে না। এ ছাড়া নগরীর সীমানার মধ্যে খেলার মাঠ ও বিনোদনের জন্য পার্ক করার মতো জায়গা নেই। সেজন্য নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সীমানা বাড়লে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়াল বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত সিটি গড়তে খুলনা সিটিতে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। নগরবাসীর সমস্যা লাঘবে ব্যর্থ হয়েছেন বারবার। জলাবদ্ধতা, মশকনিধন ও দূষণমুক্ত নগর গড়তে পারেননি তারা। আগামী ১২ জুন সিটি নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করলে নগরকে একটি মডেল নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ।’

২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী আবুল কালাম আজাদ (বিকু) বলেন, ’ওয়ার্ডের প্রায় সব জায়গায় ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর বৃষ্টি হলে জলাবদ্ধতা হয় না। মশার উপদ্রব ও বংশবিস্তার রোধে সপ্তাহে অন্তত দুবার ওষুধ ছিটানো হচ্ছে। একসময় এ ওয়ার্ডে মাদকের ব্যাপক বিস্তার হয়েছিল, এখন সেটা অনেকটা নিয়ন্ত্রণে।’ 

তিনি বলেন, ‘আমরা সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করছি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো কাজ করছে না। এ কারণে গত দুই বছর শুষ্ক মৌসুমে মানুষের কিছুটা কষ্ট বেড়েছে।’ 

তবে পুনরায় নির্বাচিত হলে পানির সমস্যা নিরসন, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ করার পরিকল্পনা করছেন তিনি।

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা