× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৯:৪২ পিএম

খাগড়াছড়িতে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের গাড়িতে হামলার সময়। ছবি: ফোকাস বাংলা

খাগড়াছড়িতে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের গাড়িতে হামলার সময়। ছবি: ফোকাস বাংলা

খাগড়াছড়িতে দলীয় সমাবেশে যোগ দিতে আসা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এই হামলায় জড়িত। তবে ছাত্রলীগের দাবি, তাদের পার্টি অফিসে উল্টো হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা


শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নারকেলবাগান সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, খাগড়াছড়িতে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে শহরের নারকেলবাগান সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা চালান যুবলীগের কর্মীরা। ভাঙচুর করা হয় আব্দুল নোমানের গাড়িসহ আরও কয়েকটি গাড়ি। হামলায় নোমান অক্ষত থাকলেও এ সময় জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় সেখানে যাচ্ছিলাম। হঠাৎ করে এরকম আক্রমণাত্মক হামলা খাগড়াছড়িতে আগে কখনও হয়নি। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। এই সরকারের ফ্যাসিজমের আলামত হচ্ছে আজকে আমাকে আক্রমণ করা। এটার থেকে দেশকে রক্ষা করতে হবে।’

এসব অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল বলেন, ‘শান্তি সমাবেশের জন্য আমরা পার্টি অফিসের সামনে জড়ো হচ্ছিলাম। বিএনপির একটি বহর আমাদের পার্টি অফিসের সামনে এসে বিভিন্ন স্লোগান দিয়ে আমাদের পার্টি অফিসে হামলা চালায়। এতে আমাদের ১০-১২ কর্মী আহত হয়েছেন। তারা যে হামলার অভিযোগ করেছে, সেটি সঠিক নয়। তারা সব কিছুতেই অভিযোগ করে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হামলার পর শহরে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি কোনো পক্ষ।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৯ জেলায় সমাবেশ ডেকেছে বিএনপি। এই সমাবেশে যোগ দিতেই খাগড়াছড়িতে যান নোমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা