× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমেরিকার ভিসানীতিতে সরকারের ঘুম হারাম : আমীর খসরু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২২:৩৬ পিএম

লক্ষ্মীপুর সদরে বিএনপির সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

লক্ষ্মীপুর সদরে বিএনপির সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন যে ভিসানীতি ঘোষণা করেছে, তাতে সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (২৬ মে) বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জেলা বিএনপির ব্যানারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ‘আমেরিকার ভিসানীতিতে দেশের ওপর বজ্রপাত পড়েছে। এরপর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। ৩ মে আমেরিকা ভিসানীতি পাঠিয়েছে বাংলাদেশে। কিন্তু প্রকাশ হয়েছে ২৫ মে। সরকার তা পকেটে লুকিয়ে রেখেছে। আমেরিকা মনে করেছিল সরকার বিষয়টি দেশের নাগরিকদের জানিয়ে দেবে। ২৪ দিন অপেক্ষা করেও যখন দেখল ভিসানীতি প্রকাশ করা হয়নি, তখন আমেরিকা বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।’

তিনি বলেন, ’আওয়ামী লীগ এখন নির্বাচনের কথা বলছে। এর সঙ্গে মিডিয়ার লোক, বুদ্ধিজীবীও আছে। এরা সরকারের দালাল। এ মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এখন মূল বিষয় ফ্যাসিস্ট সকারের পতন। যতক্ষণ দেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না, ততক্ষণ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। লেভেল প্লেইং ফিল্ডের পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।’

বিএনপির এই নেতা বলেন, ‘১৪ বছরে আমাদের নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ আজকে রাজনীতির মধ্যে নেই। তারা রাজনৈতিক দল নয়। তারা একটি রেজিমের কাছে কারারুদ্ধ হয়ে আছে। আওয়ামী লীগ আগের মতো বাকশালে চলে গেছে। বাকশাল হচ্ছে জমি দখল, ব্যবসা দখল, জোর নীতি, বিদেশে টাকা পাচার আর সন্ত্রাসী করা।’

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ড. মামুন আহমেদ, সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহসাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা