শুক্রবার নরসিংদী প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠন, গবেষক, পরিবেশকর্মী ও স্থানীয়রা সংলাপের সময়। প্রবা ফটো
নরসিংদীর হাড়িদোয়া নদীকে দখল ও দূষণ থেকে রক্ষার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। শুক্রবার (২৬ মে) বেলা ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংলাপে এ তাগিদ দেন বিভিন্ন সংগঠন, গবেষক, পরিবেশকর্মী ও স্থানীয়রা।
বেসরকারি উন্নয়ন সংস্থা সুইডেন সেভ্রিজের সহযোগিতায় যৌথভাবে নাগরিক সংলাপের আয়োজন করে নরসিংদী পরিবেশ আন্দোলন, রিভার অ্যান্ড ডেলটা রিসার্স সেন্টার (আরডিআরসি) ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।
আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ সংলাপে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন—নিরাপদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনু সাঈদ রানা, বেলার প্রজেক্ট ম্যানেজার মুজাফফর ফয়সাল, শিউলিবাগ বিদ্যাপিঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা সরকার, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিবেশকর্মী মিজানুর রহমান, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি জয়নুল আবেদিন প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা সংলাপে অংশ নেন।
চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, ‘নদী বা জলাশয় দূষণমুক্ত করতে কারও কোনো পদক্ষেপের দরকার নেই। বর্ষার পানি এলেই দেখবেন প্রকৃতি নিজেই নদী ও জলাভূমিকে নতুন জীবন দেয়। আমরা কেবল নিজেরা দূষণ বন্ধ করলেই নদী নিজেই নিজেকে ঠিক করে নেবে। কিন্তু দূষণমুক্ত করার জন্য সরকারি সংস্থাগুলোর জবাবদিহি ও স্বচ্ছতার অভাব রয়েছে। সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রয়োজনে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে এই অনিয়মের বিরুদ্ধে কাজ করতে পারে।‘
অধ্যাপক মোহাম্মদ আলি বলেন, ‘এই হাড়িদোয়া নদীতে আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যা বিখ্যাত ছিল ছোট মাছের জন্য, মেঘনার পাঙাস ও রুই; আর আমাদের হাড়িদোয়া ছিল বোয়াল, কই ও ছোট মাছের জন্য বিখ্যাত।’
তিনি বলেন, ‘এখানে পালতোলা জাহাজের আনাগোনা আমি নিজেই দেখেছি। গত ১৫ বছরে মাত্র কয়েকটি বড় শিল্পকারখানার জন্য আর পৌরসভার ময়লার ডাম্পিংয়ের কারণেই আজ হাড়িদোয়ার এই অবস্থা।’
ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান বলেন, ‘আমরা নিজেরা কমিটি করে সিদ্ধান্ত নিয়েছি, যেসব কারখানায় ইটিপি থাকবে না, তাদের আমরাও আর সহায়তা করব না।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.