প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের আরও ১২ যাত্রী।
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যাওয়ার পথে শুক্রবার (২৬ মে) রাত দেড়টার দিকে বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মঞ্জিলা বেগম, তানজিলা বেগম ও শাহিনুর বেগম। সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি জানান, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন একটি পিকআপে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যাওয়ার জন্য রওনা দেন। রাত দেড়টার দিকে পিকআপটি বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাকে মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এলে বিপরীত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মঞ্জিলা, তানজিলা ও শাহিনুর প্রাণ হারান। আহত হন পিকআপের অন্য ১২ যাত্রী।
আহতদের মধ্যে বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানের নাম জানা গেছে। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.