× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে হত্যার এক বছর পর যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৮:০৮ পিএম

গ্রেপ্তার মাসুদ রানা। প্রবা ফটো

গ্রেপ্তার মাসুদ রানা। প্রবা ফটো

গাজীপুরের কোনাবাড়ীতে স্ত্রী বুলবুলি বেগমকে শ্বাসরোধে হত্যার এক বছর পর তার স্বামী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্ত্রীর বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবাদ করায় মারধরের স্বীকার হয়ে ক্ষোভে স্ত্রীকে শ্বাসরোধ করেন বলে জানিয়েছে পিবিআই।

শনিবার (২৭ মে) দুপুরে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর পূর্ব থানার আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা নওগাঁ জেলার রাণীনগর থানার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী বুলবুল বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। তারা দুজনই গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী কলেজ গেইট এলাকায় মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। স্ত্রী বুলবুলি গার্মেন্টসে চাকরি ও মাসুদ রিকশা চালাতেন।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, মাসুদ প্রথমে শাবানা নামের এক নারীকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন। শ্বশুরবাড়িতে বসবাসের সুবাদে তার স্ত্রীর ভাবী বুলবুলি বেগমের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সাত বছর আগে শাবানার ভাবী বুলবুলিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন মাসুদ। এ ঘটনায় প্রথম স্ত্রী শাবানা তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর বুলবুলিকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে থাকতে শুরু করেন মাসুদ। এসময় বুলবুলি একটি পোশাক কারখানায় কাজ নেন। মোবাইলে অন্য ছেলেদের সঙ্গে কথা বলায় মাসুদ বুলবুলিকে সন্দেহ করতে থাকেন। 

গত বছরের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইলে কথা বলার বিষয়ে জানতে চাইলে বুলবুলি মাসুদকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ৯ সেপ্টেম্বর সকালে মারধর করার ক্ষোভে বুলবুলিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মাসুদ। পরে বুলবুলির বড় বোন আছিয়া আক্তারকে মোবাইল ফোনে বুলবুলির মৃত্যুর খবর দিয়ে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙ্গে মেঝেতে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় বুলবুলির মরদেহ উদ্ধার করে। পরদিন বুলবুলির ছোট ভাই কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। আসামি মাসুদ রানা আদালতে বুলবুলি বেগম হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা