× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি নির্বাচন

প্রতীক পেয়ে প্রচারে মুশফিক

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ২০:১৯ পিএম

খুলনা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক। প্রবা ফটো

খুলনা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক। প্রবা ফটো

উচ্চ আদালতে আবেদন করে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মে) টেবিল ঘড়ি প্রতীক পেয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এ বিষয়ে বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে মুশফিক বলেন, ‘আল্লাহর রহমতে ও খুলনাবাসীর ভালোবাসায় এটা সম্ভব হয়েছে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একজন মানুষ। নগরবাসীর খাদেম হিসেবে আল্লাহ যদি কবুল করেন, তাহলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। প্রার্থিতা বাতিল হওয়ায় আমি মোটেও বিচলিত হইনি। হয়তোবা নগরবাসীর সেবা করার জন্য প্রার্থিতা ফেরত পেলাম।’

তিনি আরও বলেন, ‘গরিব রিকশাচালক যেমন একজন মানুষ, তেমন একজন বড় অফিসারও আমার কাছে একজন মানুষ। সবার সহযোগিতায় খুলনা সিটিকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব। আজ রাস্তায় চলাচলের অনুপযোগী একটি শহরে পরিণত হয়েছে। যানজটের শহর হতে চলেছে। একটু বৃষ্টি হলেই গোটা শহর খাল-বিলে পরিণত হয়। সে সমস্যার কথা বলতে মানুষ ভয় পায়। এখান থেকে পরিবর্তনের সময় এসেছে। এই সিটি আমাদের, আমাদেরই এই সিটির পরিবর্তন করতে হবে। আমি বিশ্বাস করি, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে মেয়রপ্রার্থীর প্রস্তাবক এসএম শাহজাহান, এসএম মফিজুর রহমান, শেখ মামুন, সমর্থক কামরুল ইসলাম কাজল, মতিউর রহমান, এম হাসান সাইফ, মো. রাফেল, আলী ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা