× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী সিটি নির্বাচন

লিটনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৬:২০ পিএম

প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগ প্রার্থী লিটনের পলিথিন মোড়ানো লেমেনিটিং পোস্টার টাঙানো হয়েছে নগরীজুড়ে। প্রবা ফটো

প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগ প্রার্থী লিটনের পলিথিন মোড়ানো লেমেনিটিং পোস্টার টাঙানো হয়েছে নগরীজুড়ে। প্রবা ফটো

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই নগরজুড়ে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। শুক্রবার (২ জুন) নৌকা প্রতীকের প্রার্থী লিটনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।

তারা জানান, প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রতীক সম্বলিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএএইচএম খায়রুজ্জামান লিটনের পলিথিন মোড়ানো লেমেনিটিং পোস্টার টাঙানো হয়েছে নগরীজুড়ে। তবে প্রকাশ্য এমন ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কর্তকর্তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকী অভিযোগ করে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই বৃহস্পতিবার রাতেই পুরো নগরী ছেয়ে গেছে একজন প্রাথীর পোস্টারে। এটা কাম্য নয়। আমরা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছি। তবে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।

ফারুকী এ সময় রাসিক নির্বাচনে শতভাগ ইভিএম পদ্ধতিতে ভোটের বিষয়ে অনাস্থা পোষণ করেন।

জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের সবার কাম্য নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখা। এটা ঠিক হয়নি। একজন বড় দলের নেতা যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন। প্রচার হবেই। আরও একদিন পরে পোস্টারিং করলে এমন কোন সমস্যা হতো না।

এ সময় স্বপন দাবি করেন, রাসিক নির্বাচনে একটি দল অংশ না নেওয়ায় ৫০ শতাংশের নিচে ভোটাররা ভোট দিতে আসবেন।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রতীক বরাদ্দ নিতে আসার সময় রাস্তায় এমন কিছু চোখে পড়েনি। এখনতো প্রতীক পেয়েই গেছি। কাজেই এখনতো আনুষ্ঠানিকভাবে ভাবে প্রচার শুরু করতেই পারি। তবে এমন কিছু যদি হয়ে থাকে আমি সেটি দেখবো।’

বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আচরণবিধি পরিপালনের জন্য ১০ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট প্রার্থীদের আচরণ বিধিসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করণীয় আমরা আইনপ্রয়োগকারী সংস্থাকে সঙ্গে নিয়ে তা করছি। আমাদের ম্যাজিস্ট্রেট কাজ করছেন। তারা বিষয়টিকে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একজন রিটার্নিং কর্মকর্তা ও ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন শিল্পকলা একাডেমিতে উপস্থিত হলে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিটনকে নৌকা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকীকে হাতপাখা প্রতীক, জাকের পার্টির মনোনীত লতিফ আনোয়ারকে গোলাপ ফুল এবং জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম স্বপনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা