× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সিটি নির্বাচন

জাপার মেয়রপ্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

সিলেট অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৮:২৯ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৮:৪০ পিএম

হামলার শিকার রাইয়ান আহমদ। সংগৃহীত ছবি

হামলার শিকার রাইয়ান আহমদ। সংগৃহীত ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষে প্রচারণা চালানোর সময় তার এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ জুন) জুমার নামাজের পর নগরীর শামীমাবাদ এলাকায় লিফলেট বিতরণের সময় রাইয়ান আহমদ নামের বাবুলের ওই সমর্থককে মারধর করে যুবলীগের কর্মীরা।

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বসির জানান, জাতীয় পার্টির প্রার্থীর লিফলেট বিতরণের সময় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরুজ মিয়া প্রথমে বাধা দেন। এ সময় যুবলীগ নেতা শামীমের অনুসারী তুষারের নেতৃত্বে ১০-১২ জন রাইয়ানের ওপর হামলা চালায়। তার হাতে থাকা লিফলেট নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত রাইয়ান আহমদ বলেন, ’লিফলেট বিতরণের সময় সরুজ মিয়ার ইশারায় স্থানীয় যুবলীগ নেতা তুষারের নেতৃত্বে ১০-১২ জন আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা আমার ব্যবহৃত একটি মোবাইল, নগদ টাকা ও লিফলেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করেন।‘

তবে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরুজ মিয়া হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ’এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিষয়টি সাজানো ও ভিত্তিহীন।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ’এ ধরনের কোনো ঘটনা জানা নেই। কেউ অভিযোগও করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা