× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে বিএনপির আলোচনা সভায় হামলা, আহত ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৭:৪৬ পিএম

হামলায় ভেঙে গেছে বিএনপির মঞ্চ। প্রবা ফটো

হামলায় ভেঙে গেছে বিএনপির মঞ্চ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিরা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, বিএনপি নেতারা আলোচনা সভার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় তাদের ধাওয়া দেওয়া হয়েছে।

উপজেলার মাঝিরা নদীর পাড় এলাকায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থকরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ টুটুল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। 

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায় নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাফুজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক সাহেদ প্রধান, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, জাহাঙ্গীর আলম, জাহিদুল হক খান, জাকির হোসেন রিপন, আব্দুল হালিম মিয়া, সুলতান মাহমুদসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন ও জেলা ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষারের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে।

হামলায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব হাসান, কাঞ্চন পৌরসভা যুবদল নেতা খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, ভোলাব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল মিয়া, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন, আমির হামজা, ফরহাদ ভূইয়া, নূর হাসান বাবুলসহ বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া প্যান্ডেলে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং রান্না করা খাবার নষ্ট করে ফেলে দিয়েছে হামলাকারীরা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার বলেন, বিএনপি নেতারা আলোচনা সভার নামে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেন । পরে বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দেই। আহতের ঘটনা সঠিক নয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা