× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের চাহিদা মিটিয়ে খাদ্য রপ্তানির সম্ভাবনা দেখছেন খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৭:৪১ পিএম

দেশের চাহিদা মিটিয়ে খাদ্য রপ্তানির সম্ভাবনা দেখছেন খাদ্যমন্ত্রী

দেশে খাদ্য শস্যের প্রচুর ফলন হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়োজন হবে না। নিজেদের প্রয়োজন মিটিয়ে আরও রপ্তানির সম্ভাবনা দেখছি।

শনিবার  (৩ জুন) বিকালে বগুড়ার সান্তাহারে সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) ব্যবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০-৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছেন। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সাড়ে বারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। শতভাগ চুক্তি হয়েছে। ইতোমধ্যে তিন লাখ পঁচিশ হাজার টন চাল সংগ্রহ হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।

খাদ্যমন্ত্রী বলেন, গত সাড়ে চার বছর ধরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য নিরাপত্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিরোধী পক্ষগুলো লাখ লাখ মানুষ মারা যাবে বলে অপপ্রচার করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহীর জহিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকার, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভির রহমান, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম রাজু ও সান্তাহার সিএসডির ব্যবস্থাপক মো. হারুন উর রশীদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা