× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী নির্বাচনে আমরা খেলে গোল দিতে চাই : তথ্যমন্ত্রী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ২২:৪৬ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এক স্মরণ সভায় হাছান মাহমুদ। প্রবা ফটো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এক স্মরণ সভায় হাছান মাহমুদ। প্রবা ফটো

আগামী সংসদ নির্বাচনে বিএনপি ১০ শতাংশ ভোটও পাবে না দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরা আর ওয়াকওভার চাই না। আমরা খেলে গোল দিতে চাই। আমরা খেলে বিজয় লাভ করতে চাই।’ মন্ত্রী বলেন, ‘নির্বাচন সমাগত। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল সাহেবের মাথাও এখন খারাপ। তিনি এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।’

শনিবার (১০ জুন) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এক স্মরণ সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলমের স্মরণে এই সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা নাকি ১০ শতাংশ ভোট পাব না। আমি বলব, সুষ্ঠু নির্বাচন হবে, ইনশাল্লাহ। আসলে ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে তারাই ১০ শতাংশ ভোট পাবে না।’ তিনি বলেন, ‘মার্কিন ভিসানীতি ঘোষণার পর বিএনপির মাথা আরো বেশি খারাপ হয়ে গেছে। কারণ এখন আর নির্বাচন প্রতিহত করার কথা বলতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কিন্তু বিএনপি খেলা দেখে পালিয়ে যেতে চায়। আমি বিএনপিকে অনুরোধ করব, দয়া করে এবার নির্বাচন থেকে পালিয়ে যাবেন না। আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।’

প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম স্মরণে মন্ত্রী বলেন, মোছলেম ভাই তৃণমূলের কর্মী থেকে নেতা হন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একদিনে নেতা হননি। তার প্রচণ্ড সাহস ছিল। উনি জানতেন তাঁর ক্যান্সার হয়েছে। তার মধ্যেও তিনি কাজ করে গেছেন। নুরুল আলম সাহেবও তৃণমূলের কর্মী থেকে নেতা হন। তিনিও প্রচণ্ড কর্মঠ মানুষ ছিলেন। একেবারে ওয়ার্ড লেভেল থেকে সবাইকে চিনতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা